পৃথিবীর শেষ প্রান্ত
দ্বীপভূমি ......'টিয়েরা-ডেল-ফুয়েগো’ অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত। এখানেই শেষ হচ্ছে পৃথিবী, রাজধানী শহরের নাম "উশুইয়া"। এবার জেনে নেওয়া যাক কোথায় ও কেমন সেই জায়গা? টিয়েরা-ডেল-ফুয়েগো বা ‘পৃথিবীর শেষ প্রান্ত’ দ্বীপভূমির রাজধানী শহর হল উশুইয়া। এ শহরটি দ্বীপের দক্ষিণতম প্রান্তে অবস্থিত। ১৫২০ খ্রিস্টাব্দে বিখ্যাত পর্তুগিজ নাবিক ম্যাগেলান সমুদ্র অভিযানে বেরিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসগরের সংযোগকারী একটি প্রণালীতে উপস্থিত হন। রাতে দেখতে পান দূরের দ্বীপভূমির বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হয়েছে। ম্যাগেলান ধরে নিলেন দক্ষিণ দিকে এর পরে আর কিছু নেই। এ জন্য তিনি এ দ্বীপভূমির নামকরণ করেন ‘টিয়েরা-ডেল-ফুয়েগো’ অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত। কিছুদিন পর ফিরে যান ম্যাগেলান। পরবর্তীকালে এ প্রণালীর নাম হয় ‘ম্যাগেলান প্রণালী।’ বর্তমানে এ শহরের জনসংখ্যা ৫৭ হাজার। আর আয়তন ২৩ বর্গ কিলোমিটার। এখানে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে আড়াই হাজার। পাশেই রয়েছে উশুইয়া উপসাগর ও প্যাসো চিকো। এটি গিয়ে পড়েছে বিগেল চ্যানেলে। ২৫০ মাইল দীর্ঘ এবং সাড়ে তিন মাইল চওড়া এ চ্যানেল থেকে বেরিয়েছে অনেক নদীনালা-খাল-বিল।