ভালোবাসলে তার সবটা কে নিয়ে ভালোবাসুন

 — এখন শরীর কেমন আছে?

— তুমি কিভাবে জানলে!

— ফোনে পিরিয়ডস অ্যালার্ট অ্যাপটা থেকে নোটিফিকেশন এসেছিল। কাজের চাপে তোমাকে কল করতেই একদম ভুলে গেছিলাম। ড্রাইভ করতে করতে মনে পড়লো; বাড়ি এসে ফ্রেস হয়েই তোমার কাছে এলাম। যায় হোক।



— কি খাবে বলো... বানিয়ে নিয়ে আসি।

— থাক; আমি চাওমিন আর চিলি-চিকেন নিয়ে এসেছি। তোমাকে উঠতে হবে না। এবারে ব্যাথা কেমন কিনকিনি?

— খুব ব্যাথা। আর ভালো লাগছে না... কেন যে আমি মেয়ে হলাম! এত কষ্ট তো তোমাদের হয় না! সেই দুপুর থেকে শুয়ে আছি। উঠে বসার ক্ষমতা নেই আমার। 

— দাঁড়াও, তোমার জন্য গরম জল করে আনি। একটু সেঁক করলে ভালো অনুভব করবে

— তুমি বলবে কি পেইন কিলারগুলো কোথায় রেখেছো?

— না বলবো না। ওষুধ খাওয়া খুব খারাপ। ডক্টর তোমাকে ওই ওষুধ গুলো খেতে না করেছে... 

— রান্না করতে হবে; অনেক কাজ আছে। আমি উঠে বসতে পারছি না পিরিয়েডের ব্যাথায়... কি করে কাজগুলো করবো বলো! 

— আমি তো আছি; তুমি চিন্তা করছো কেন!

— না... তুমি সারাদিন কাজ করে এসে এই কাজ কেন করবে!

— তুমি তো রোজ আমার মতোন কাজ করে এসেও সব কাজ করো। আমিও না হয়... এই ৩টে দিন করলাম।

— তোমার মা থাকলে বলতেন; "ছেলেটার বাড়ি ফিরেও শান্তি নেই! কি সব রোগ নিয়ে তোমার বাবা-মা বিয়ে দিলেন... শুধু চাকরি করলেই ভালো বউ হওয়া যায় না।" 

— তোমার খুব কষ্ট হয় বলো মায়ের কথায়?

— না! এখন সব সয়ে গেছে। 

— মা তো জানে না ; ঠিক কতটা যন্ত্রণা হয়। 

— আসলে; জানো তো... মেয়েরা শুধুই সহ্য করতে এসেছে। উনি নিজেও করেছেন। আমাদের কষ্টটা কেউ ভাবে না; কেউ বোঝেও না। সোশ্যাল মিডিয়ায় যেমন একটা আর্টিকেল বা ওই একটা স্যানিটারি ন্যাপকিনের উপরে জবা ফুল ও আলতা রং দিয়ে এঁকেই নিজেদের যাবতীয় দায় দায়িত্ব শেষ করে ফেলে। ঠিক তেমন আমাদের এই সমাজ! যারা মুখে হাপিত্যেশ করেই তাদের সব কাজ শেষ করে ফেলে। 

— কিন্তু; আমি বুঝি ! কিন্তু তোমাদের এই কষ্টটা ভাগ করে নিতে পারি না আমরা ছেলেরা। 

— জানি...

— শোনো না; এইসব বাদ দাও প্লিজ। একটু ঘুমনোর চেষ্টা করো। আসো কোলে মাথা রাখো। আমি মাথাটায় হাত বুলিয়ে দিই।


 ঠিক এভাবেই; যদি সব স্বামী নিজের কাছের মানুষটাকে এই বিশেষ দিনগুলো তে খেয়াল রাখতো... কি ভালোই না হতো! তবে; কোনো নারীর PCOS এর সমস্যা আছে বলেই; যে তার কোনো রোগ আছে, এমনটা ভাববেন না প্লিজ! হেভী ফ্লো কিংবা পেটে ব্যাথা যে কি ভয়ানক ভাবে ওই তিনটে দিন তাদের অন্তরাত্মার সৌন্দর্য্য কে ভেঙ্গেচুরে শেষ করে দেয় সেটা আপনি অনুভব করতেই পারবেন না। যে যন্ত্রণা আপনাকে স্পর্শ করে না; সেই যন্ত্রণায় কাতরানো মানুষটাকে রোগী বলে দূরে সরিয়ে দেবেন না, প্লিজ। ভালোবাসলে তার সবটা কে নিয়ে ভালোবাসুন।

Comments

Popular posts from this blog

আত্মসম্মান

সাদা অংশ না হলুদ অংশ

পৃথিবীর শেষ প্রান্ত