মায়াজাল

 একফোঁটা মধু মাটিতে পড়ে আছে!

পাশ দিয়ে ছোট্র একটি পিপীলিকা যাচ্ছিল!

মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!

ভাবলো একটু মধু খেয়ে নেই!

তারপর না হয় সামনে যাবো!



এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!

আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!

তারপর সামনে চলতে লাগলো!

হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!

ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?

আবার পিছনে ফিরলো!

পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!

এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!

এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!

বসে বসে আরামছে মধু খাচ্ছে!

খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!

ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!

তখনই হঠ্যাৎ টনক নড়লো তার!

কিন্তু কতক্ষণে অনেক দেরি হয়ে গেছে!

মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!

কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!

অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!

নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!

অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!


এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!

 যে এই মধুর পাশে বসে  অল্পতে তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!

আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে ভালো মন্দ বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!

 তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!

ধ্বংস অনিবার্য!

Comments

Popular posts from this blog

আত্মসম্মান

পৃথিবীর শেষ প্রান্ত

ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহুর্ত পর্যন্ত